কেমন কাটবে মঙ্গলবার? জানুন
মেষ/ ARIES: কোনও কারণে মন খুব খারাপ থাকতে পারে আজ আপনার।বৃষ/ TAURUS: মনে নতুন কোনও আশার সঞ্চার না হতে পারে আজ।মিথুন/ GEMINI : আচমকাই কোনও কিছু থেকে আনন্দলাভ করতে পারেন আপনি।কর্কট/ CANCER : বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।সিংহ/ LEO: আজকের দিনে কোনও কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে আপনার।কন্যা/ VIRGO: আজ অস্থিরতা দেখা দিতে পারে আপনার মধ্যে।তুলা/ LIBRA: রাজনৈতিক কারণে মনে ভয়ের সঞ্চার হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজকের দিনে কোনও প্রতিপত্তি লাভ করতে পারেন আপনি। ধনু/ SAGITTARIUS: হঠাৎ করে কোনও দিক থেকে আয় বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: যে কাজেই যান না কেন, আজ সফলতার মুখ দেখতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজকের দিনে শ্রীবৃদ্ধি হতে পারে যে কোনও কাজে। মীন/ PISCES : হঠাৎ কোনও বিপদের মধ্যে পড়তে পারেন।